
এফএ কাপের তৃতীয় রাউন্ডে একপেশে জয়ে উড়ল ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে এক্সেটার সিটিকে ১০–১ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
এই ম্যাচেই সিটির হয়ে অভিষেক গোল পেয়েছেন ঘানার ফরোয়ার্ড আঁতোয়ান সেমেনিও। শুক্রবার বোর্নমাউথ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেওয়া সেমেনিও দ্বিতীয়ার্ধে গোল করে শুরুটা রাঙান। একই ম্যাচে দীর্ঘদিন পর গোলের দেখা পান মিডফিল্ডার রদ্রি, যিনি সর্বশেষ গত বছরের মে মাসে গোল করেছিলেন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সিটি। ১২ মিনিটে ম্যাক্স অ্যালেইনের গোলে এগিয়ে যায় তারা। ২৪ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন রদ্রি। এরপর এক্সেটারের দুই খেলোয়াড় জেক ডয়েল-হেইস ও জ্যাক ফিটজওয়াটারের আত্মঘাতে বিরতিতে যাওয়ার আগেই ৪–০ ব্যবধান গড়ে নেয় সিটি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ থামায়নি স্বাগতিকরা। ৪৯ মিনিটে লুইসের গোলে ব্যবধান বাড়ে, পাঁচ মিনিট পর নিজের অভিষেক গোলটি করেন সেমেনিও। এরপর তিজানি রেইনডার্স, নিকো ও’রাইলি, ১৭ বছর বয়সী রায়ান ম্যাকআইডু একে একে গোল করেন। শেষদিকে এক্সেটারের জর্জ বার্চ একটি সান্ত্বনাসূচক গোল করলেও যোগ করা সময়ে আবার গোল করেন লুইস।
এই জয়টি ১৯৮৭ সালের পর সিটির সবচেয়ে বড় জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল তারা। আগের তিন ম্যাচে প্রিমিয়ার লিগে ড্র করায় শীর্ষে থাকা আর্সেনালের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছিল সিটি।
এক ম্যাচের নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকলেও দল গঠনে গুয়ার্দিওলার পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। শক্তিশালী একাদশ নামিয়েই বড় জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত