আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশে থাকা বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন।
ইসি জানিয়েছে, সময় বাঁচাতে প্রবাসীদের কাছে শুধু প্রতীকের ছবি সংবলিত ব্যালট পাঠানো হবে, যেখানে প্রার্থীর নাম থাকবে না। প্রার্থীরা অনলাইনে তাদের নাম দেখতে পাবেন।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফলজ মো. সানাউল্লাহ।
তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হবে এবং এজন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে। ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে ঢাকায়। দেশেও সরকারি কর্মচারী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
চ্যালেঞ্জ আছে উল্লেখ করে তিনি আরও বলেন, একটি বড় চ্যালেঞ্জ হলো, যদি কোনো প্রার্থীর প্রার্থিতা শেষ মুহূর্তে আদালত কর্তৃক ফেরত আসে, তাহলে সেই আসনের পোস্টাল ব্যালটগুলো বাতিল বলে গণ্য হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।
ইসি আরও জানায়, পোস্টাল ব্যালটের জন্য আনুমানিক খরচ হবে প্রতি ভোটারের জন্য ৬০০-৭০০ টাকা।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত