সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবী
শরণখোলা প্রতিনিধি বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরণখোলায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। প্রথম বারের মত জাতীয় ভাবে দিবসটি পালনের খবরে মঙ্গলবার সকালে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় , মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা শরণখোলা প্রেসক্লাব চত্বরে সমবেত হয়।ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উপজেলার কয়েক'শ শিক্ষকের সমন্বয়ে অনুষ্ঠিত একটি শোভাযাত্রা উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আরকেডিএস বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু " প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা আসাদুজ্জামান মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তামোঃ আশরাফুল ইসলাম। উপজেলা শিক্ষক সমিতির সদস্য সচিব শহিদুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়, অন্যান্যের মধ্যে তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মানিক চাঁদ রায়, শরণখোলা সরকারি কলেজের প্রভাষক আকন আলমগীর, রায়েন্দা - রাজৈর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ জলিল আনোয়ারী, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, খাদা এজিএম দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ওবায়দুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা জাকির হোসেন ও সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বক্তৃতা করেন। দিবসটি জাতীয় ভাবে পালনের উদ্যোগ গ্রহন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। জাতীয় উন্নয়নে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান কে জাতীয় করণের দাবী জানান তারা।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত