
২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা প্রশ্নবিদ্ধ করে করা একটি টুইট মুছে ফেলেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেসন গিলেস্পি। এবার সেই টুইট মুছে ফেলার কারণ ব্যাখ্যা করলেন তিনি।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন গিলেস্পি। তিনি জানতে চেয়েছিলেন, কেন বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি, যেখানে আগের আইসিসি টুর্নামেন্টগুলোতে এমন উদাহরণ রয়েছে।
মুছে ফেলা টুইটে গিলেস্পি লিখেছিলেন, ‘আইসিসি কি ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়নি?’ এরপর তিনি আগের আইসিসি টুর্নামেন্টের সঙ্গে তুলনা টানেন। সাবেক পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ বলেন, ‘আমার মনে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজন করা হয়েছিল। তাহলে এখন বিষয়টা কেন ভিন্ন? কেউ কি এটা বোঝাতে পারবেন?’
এই টুইটটি পরে মুছে ফেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়। অনেক ভক্ত গিলেস্পিকে ট্যাগ করে ব্যাখ্যা জানতে চান। পরে এক ভক্তের প্রশ্নের জবাবে গিলেস্পি জানান, টুইট করার পর তাকে কটূক্তির শিকার হতে হয়েছে বলেই তিনি সেটি মুছে ফেলেছেন। ‘একটা সাধারণ প্রশ্ন করায় আমাকে গালাগাল করা হচ্ছিল, তাই টুইটটা মুছে দিয়েছি,’ লেখেন গিলেসপি।
উল্লেখ্য, শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সংক্ষিপ্ত বিবৃতিতে আইসিসি জানায়, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ প্রত্যাখ্যান করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির দাবি, বাংলাদেশ দলের জন্য ভারতে কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ পাওয়া যায়নি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তারা ইতালির মুখোমুখি হবে ৯ ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর গ্রুপ ‘সি’র শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে ইউরোপের দলটি।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত