বলিউড তারকা সোহেল খান এখন বাংলাদেশে। তার ভাই সালমান খানের ব্যবসা প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ক্লোদিং ব্র্যান্ডের আউটলেটের উদ্বোধন করতে এদেশে এসেছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় বনানীতে আওটলেটটি উদ্বোধন করেন তিনি। এসময় সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় বাংলায় নিজের অনুভূতি প্রকাশ করেন এই তারকা।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর প্রদানের সময় সোহেল স্পষ্ট বাংলায় বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’
এর আগে বাংলাদেশের প্রতি মুগ্ধতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের দারুণ একটি প্রতিবেশী দেশ। আমাদের সংস্কৃতি, ফ্যাশন—
সবকিছুতেই খুব মিল রয়েছে। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের হাসিমুখ, ভালোবাসা প্রদর্শন দেখে আমি মুগ্ধ।’
এ সময় বিয়িং হিউম্যান প্রসঙ্গে এই তারকা বলেন, ‘এটি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। এখানে আপনাদের প্রয়োজনীয় সকল পোশাক পাবেন। একটি মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। পথশিশু ও দুস্থ মানুষের কল্যাণই এর লক্ষ্য।’
উদ্বোধনের পর সোহেল ঘুরে ঘুরে পরিদর্শন করেন নতুন যাত্রা শুরু করা আউটলেওটটি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও সঞ্জিব রাও।
সালমানের এই প্রতিষ্ঠানটির পথচলা শুরু ২০১২ সালে। মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে এটি। এখান থেকে আয়কৃত অর্থের লভ্যাংশের একটি অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত