দেশে বেড়েছে বিদ্যুতের দাম। তাই অনেকেই এখন বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তা করছেন। কীভাবে বিদ্যুৎ বিল কমানো যায় তার নানা উপায় খুঁজছেন। কিছু নিয়ম মানলে বিদ্যুৎ বিল কমানো যায়। জানুন কীভাবে বিদ্যুৎ বিল নাগালের মধ্যেই রাখবেন।
আরও খবর: বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ব্যবহারের পরে বন্ধ করুন
ফ্যান, লাইট অন করে অনেকেই ঘর ছেড়ে চলে যান। তখন অপ্রয়োজনে বিদ্যুৎ নষ্ট হতে থাকে। প্রয়োজন শেষ হলে ফ্যান, লাইট সহও অন্যান্য ডিভাইস বন্ধ করে দিন। অপ্রয়োজনে বারবার ফ্রিজের দরজা খুলবেন না।
billতিন হর্স পাওয়ার এবং তার উপরে ইন্ডাকশন মোটর এবং ১ কিলো ভোল্ট আওয়ার ও তার উপরে ওয়েল্ডিং ট্রান্সফরমারগুলোর জন্য শান্ট ক্যাপাসিটর ব্যবহার করুন।
ভালো মানের ডিভাইস ব্যবহার করুন
বাড়িতে ভালো মানের ইলেকট্রিকাল অ্যাপলায়েস ব্যবহার করুন। যেকোনও নতুন অ্যাপলায়েন্স কেনার আগে স্টার রেটিং দেখে নিন। বাড়িতে সব সময় ৫ স্টার অ্যাপলায়েন্সই কিনুন। বিদ্যুৎ খরচ কমাতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা কমাতে সবসময় সার্টিফায়েড চিহ্নিত পণ্য ব্যবহার করুন।
ওয়্যারিং বদল করুন
বাড়ির ওয়্যারিং পুরনো হলে বদল করুন। নতুন তার কেনার সময় গুণমানের দিকে নজর দিন। খুব পুরনো তারের ওয়্যারিং ব্যবহার করলে অকারণে বিদ্যুৎ বিল বাড়লে থাকে। এই কারণে ওয়্যারিং পুরনো হলে বদল করতে হবে।
গ্রীষ্মের শুরুতে ফ্যান ব্যবহার করুন
গ্রীষ্মের শুরুতেই এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন না। প্রথমে সিলিং ফ্যান টেবিল ফ্যান ব্যবহার করুন। এক ঘণ্টা ফ্যান চালাতে যেখানে ৩০ পয়সা খরচ হয় সেখানে এক ঘণ্টা এসি চালানোর খরচ প্রায় ১০ টাকা।
এসির যত্ন নিন
খরচ কমানোর জন্য এয়ার-কন্ডিশনার এর থার্মোস্ট্যাটকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। এসির তাপমাত্রা প্রতি ডিগ্রি বাড়ানোর জন্য বিদ্যুৎ খরচ প্রায় ৫ শতাংশ করে কমতে থাকে। এসি রুমকে এয়ার টাইট করুন। গ্রীষ্মের শুরুতে এসি সার্ভিস করান। এসির সক্ষমতা বাড়াতে ফিল্টার পরিষ্কার রাখুন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত