বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গণের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী খুলনা জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।
আগামী ৫ আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সোয়া ১০টায় জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদানের জন্য যুব ঋণ প্রদান এবং যুব কল্যাণ তহবিল থেকে যুব সংগঠনসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হবে।
সুবিধাজনক সময়ে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম/বিশেষ দোয়া মাহফিল, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। সকাল ১১টায় খুলনা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বিকাল চারটায় স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ও ব্যাটমিন্টন খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া আগস্ট মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন বিষয়ক একটি দৃষ্টিনন্দন ব্যানার সকল দপ্তর, সংস্থা, ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা/সকল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিসের সামনে/গেটে/গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন/স্থাপন করতে হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত