
বাণিজ্য বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে বলে আশা করছে বাংলাদেশ। এ অবস্থায় ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
সম্প্রতি ব্যবসা ও ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে ভিসা বন্ড নীতি চালু করেছে দেশটি। এই নীতির আওতাভুক্ত ৩৮ দেশের মধ্যে বাংলাদেশও আছে। নীতি অনুযায়ী, মার্কিন ভিসা পাওয়ার উপযুক্ত কাউকে আগামী ২১ জানুয়ারি থেকে ৫, ১০ কিংবা দেড় হাজার ডলার জামানত দিতে হবে।
ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। তখন তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার আহ্বান জানান। এ সময় জেমিসন গ্রিয়ার এ বিষয়ে প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
বৈঠকের বিষয় নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা। তিনি জানান, বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়নের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
এ সময় ২০ শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর বিষয়েও মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে প্রস্তাব দেন খলিলুর রহমান। এতে ইতিবাচক বিবেচনার বিষয়ে সম্মতি পাওয়া গেছে বলে ফেসবুক পোস্টে লিখেছেন গোলাম মোর্তোজা। সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা আছে খলিলুর রহমানের।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত