বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা খোলাও বেশ সহজ একটি কাজ। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ব্যক্তি ছাড়াও একক বা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের নামেও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে।
অ্যাকাউন্ট খুলতে সাধারণত যে ডকুমেন্ট সবারই দরকার-
অ্যাকাউন্টের প্রকারভেদ-কারেন্ট ডিডোজিট/ শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট/সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট।
ব্যক্তিগত অ্যাকাউন্ট করতে যা যা লাগবে-
১. জাতীয় পরিচয়পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র।
২. আয়ের উৎস প্রমাণের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে)
৩. ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল/পানির বিল/গ্যাস বিলের ফটোকপি।
৪. ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)
৫. স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে)
জয়েন্ট অ্যাকাউন্ট করতে যা যা লাগবে-
১. জাতীয় পরিচয়পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র।
২. ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল/পানির বিল/গ্যাস বিলের ফটোকপি।
৩. স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে)।
৪. আয়ের উৎস প্রমাণের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে)
৫. জয়েন্ট ডিক্লারেশন।
৬. ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)।
প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যাকাউন্ট করতে যা যা লাগবে-
১. জাতীয় পরিচয়পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র।
২. বৈধ ট্রেড লাইসেন্স।
৩. সার্টিফিকেট অব ইনকরপোরেশন।
৫. টিন সার্টিফিকেট।
৪. মেমোরান্ডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস
অব অ্যাসোসিয়েশন (এমএ অ্যান্ড এএ) অব দ্য কোম্পানি
ডিউলি অ্যাটেস্টেড বাই চেয়ারম্যান/এমডি/সেক্রেটারি
৬. অ্যাকাউন্ট খোলার জন্য রেজুলেশন
৭. ডিরেক্টরদের তালিকা
পার্টনারশিপ অ্যাকাউন্ট করতে যা যা লাগবে-
১. জাতীয় পরিচয়পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২. পার্টনারশিপ ডিক্লারেশন।
৩. বৈধ ট্রেড লাইসেন্স।
৪. রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড।
৫. পার্টনারদের তালিকা
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত