ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল ২-০ গোলে সার্বিয়ার বিপক্ষে জয়লাভের পর পুরান ঢাকার অলিগলিতে আনন্দ মিছিল করেছে সমর্থকরা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, ভিক্টোরিয়া পার্ক, মুরগী টোলা মোড়, রায় সাহেবের বাজার, কলতা বাজার, লক্ষ্মীবাজারের প্রতিটি গলিতে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্থানীয়রা।
ছোট-বড় সবাই রাত জেগে প্রিয় দলকে সমর্থন দিতে আসেন। জয়ের পর ব্রাজিল সমর্থকরা বলছেন, আজকের ম্যাচে সার্বিয়ার সঙ্গে জয়লাভ করে আর্জেন্টিনা ও জার্মান সমর্থকদের মুখে চুন কালি মেখে দিতে সক্ষম হয়েছেন তারা।
ব্রাজিল সমর্থক আজিজ রাজু বলেন, আমি ব্রাজিল সমর্থক হিসেবে জয়ে নিন্দুকদের মুখে চুনকালি মেখে দিতে সক্ষম হয়েছি। আজকের জয় এটাই ইঙ্গিত দেয়, ব্রাজিল এবার কাপ নিয়ে মিশন হেক্সা পূরণ করবে।
পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব সোলাইমান বলেন, এবারের আসরে ব্রাজিল সবার থেকে এগিয়ে। ব্রাজিলের আজকের খেলাটা অসাধারণ ছিল। প্রত্যেকটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলেছে বিধায় আমরা জয় পেয়েছি। আশা করি, এ জয়ের ধারা ফাইনাল পর্যন্ত অব্যাহত থাকবে।
নয় বয়সী ইয়াসিন আরাফাত ঢাকা পোস্টকে বলে, আমি নেইমারকে দেখার জন্য জেগে ছিলাম। নেইমার আমার পছন্দের প্লেয়ার। এবার কাপ ব্রাজিল নেবে।
খেলা শেষে পুরান ঢাকার অলিগলিতে আনন্দ মিছিল বের করেন ব্রাজিল সমর্থকরা। এসময় তারা আর্জেন্টিনা ভুয়া, মিশন হেক্সা স্লোগান দেন। এর আগে তারা বাঁশি বাজিয়ে পুরো খেলার সময় দর্শকদের মাতিয়ে রাখেন।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত