হঠাৎ আতঙ্ক ছড়াল ভারতের মিজোরামে। মিয়ানমার সীমান্ত লাগোয়া রাজ্যের চম্পাই জেলায় বোমা এসে পড়ার দাবি করা হয়েছে। আতঙ্কে ফরকওয়ান গ্রাম ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা।
নিউজ এইট্টিন ও দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, মিজোরামের তিআও নদীর ধারে কাজ করছিলেন মিজোরামের কয়েকজন। পাশেই রয়েছে মিয়ানমারের সীমান্ত। গ্রামের সাধারণ মানুষ জানিয়েছেন, তারা দেখেছিলেন আসাম রাইফেলের কর্মীরা ওই সময় কাজ করছিলেন। ভারতের দিকে নদীর পাশে, সীমান্ত থেকে আনুমানিক ৩০ মিটার দূরে এসে পড়ে বোমা।
মিয়ানমার সীমান্তে সে দেশের দু’টি বোমারু বিমান থেকে কমপক্ষে দু’টি বোমা ফেলেছে। সেগুলো পড়েছে ভারতীয় সীমান্তে। দুই দেশের সীমানায় অবস্থিত সন্ত্রাসবাদী সংগঠনের একটি ক্যাম্প লক্ষ্য করে ওই বোমা ফেলা হয় বলে খবরে বলা হয়েছে।
দ্য প্রিন্ট জানিয়েছে, এতে অন্তত ৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
ফরকওয়ান গ্রাম কাউন্সিলের প্রধান জানিয়েছেন, কোথা থেকে কী হয়ে গিয়েছে এখনও স্পষ্ট নয়, তবে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, ওই সময় সীমান্তে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল, এই বিস্ফোরণের ফলে সেই ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার প্রতি নজর রাখা হচ্ছে, এখনও পর্যন্ত ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে সামরিক জান্তা। এরপর থেকে বিভিন্ন রাজ্যের স্বাধীনতা আন্দোলনের গোষ্ঠীসহ গণতন্ত্রকামীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করছে জান্তা সরকার।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত