নগরীর ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে খালিশপুর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক বাসস্থান ও জামে মসজিদের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
খুলনা সদর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন করে ভাসমান লাশের কথা জানানো হয়। খবর পেয়ে আমাদের নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাশটি তীরে উঠানো হয়। তিনি বলেন লাশের শরীরে কোন কাপড় ছিল না। মরদেহের শরীরে পচন ধরেছে। ৩ থেকে ৪ দিন আগের লাশ হবে বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, মরদেহের পরিচয় সনাক্তকরণে পিবিআই ও সিআইডি’র টিম কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত