
খুলনার ঐতিহ্যবাহী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ-এ জুলাই-আগস্টের অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রদল শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পারভেজ আক্তার এবং উপাধ্যক্ষ মনিরুল ইসলাম সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির স্যার এবং ফারুক হোসাইন।
আরো উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের আহত যোদ্ধা শাহরিয়ার খান এবং সাকিব রেজা।
কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
সভাপতি: মাসুম বিল্লাহ
সাধারণ সম্পাদক: রাকিব হাসান
সাংগঠনিক সম্পাদক: ইশতিয়াক খান রিশাদ
সিনিয়র সহ-সভাপতি: সানজিদা রহমান অরিন
যুগ্ম সাধারণ সম্পাদক: নাইমুল ইসলাম তাজিম
এছাড়া আরও অনেক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মাধ্যমে কলেজ ছাত্রদলজুলাই-আগস্টের অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহিদদের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রকাশ ঘটিয়েছে। শিক্ষার্থী, শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও গাম্ভীর্যপূর্ণ করে তোলে।