যশোরে সোহাগ (২৪) নামে এক যুবকের জিহ্বা কামড়ে ছিঁড়ে নিয়েছে তার স্ত্রী। আহত সোহাগকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, সাংসারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত সোহাগ চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকার মোজাম্মেল হকের ছেলে।
সোহাগের চাচী রাবেয়া বেগম জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগের সাথে তার সীমা খাতুনের সাংসারিক বিষয় নিয়ে গোলযোগ হয়। একপর্যায়ে সীমা খাতুন দাঁত দিয়ে কামড় দিয়ে তার স্বামীর জিহ্বা কেটে আলাদা করে ফেলে।
পরে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সোহাগ তার জিহ্বা আর কখনোই ফিরে পাবে না সে। তবে তিনি শংকামূক্ত।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত