
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের কাছে তাজা গুলির মহড়া দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কাল রোববার থেকে দুইদিনের এ মহড়া শুরু করবে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক রণতরী আব্রাহাম লিঙ্কনকে মোতায়েনের পর মহড়া দিতে যাচ্ছে ইরান।
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনকে উস্কানি ও উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখছে তেহরান।
ইরান এ মহড়া দেওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড কড়া সতর্কতা দিয়েছে। তারা বলেছে, ইরান যদি ঝুঁকিপূর্ণ কোনো মহড়া দেয় তাহলে তারা এটি সহ্য করবে না। ঝুঁকিপূর্ণ মহড়া হিসেবে তারা উল্লেখ করেছে, তাদের যুদ্ধজাহাজের খুব কাছ দিয়ে বিমান বা ড্রোন উড়ানো এবং যুদ্ধজাহাজের কাছে ইরানি নৌবাহিনীর স্পিডবোড আসা।
গত এক মাস ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার অজুহাতে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করেছে মার্কিনিরা।
এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন, ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। তিনি বলেছেন, ইরান যদি সময় মতো চুক্তি না করে তাহলে দেশটিতে হামলা চালানো হবে।
ট্রাম্পের হুমকির জবাবে ইরান পাল্টা হুমকি দিয়েছে। দেশটি বলেছে তাদের ওপর ছোট বা বড় যে কোনো হামলাই চালানো হোক না কেন, এর জবাবে তাৎক্ষণিক এবং শক্তিশালী হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেবে। একই সঙ্গে মিসাইলের আঘাত হানার দূরত্বও কমানোর দাবি করেছেন ট্রাম্প। কিন্তু গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন তারা তাদের মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবেন না।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত