প্রতিবার মাস শেষে আমরা অনেকেই নিজেকে প্রশ্ন করি, “টাকা কোথায় গেল?” এই প্রশ্নের উত্তর জানতে কবে, কোথায়, কীভাবে খরচ করেছেন তা লিখে রাখতে হবে। একটি ডায়েরি বানিয়ে আপনার প্রতিদিনের খরচগুলো টুকে রাখতে পারেন। একটি ছোট্ট ক্যান্ডিও কিনলেও হিসেবটা লিখে রাখুন।
পাশাপাশি কতগুলো অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। কারণ এসব অভ্যাস দারিদ্র্য ডেকে আনে-
ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিংয়ের মতো লেনদেন ব্যবস্থার কারণে বেশিরভাগ মানুষ অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে। অনেক সময় প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় জিনিসের ফারাক ভুলে যান অনেকে। এই অভ্যাস সঞ্চয়ের জন্য ক্ষতিকর। এটি থেকে বিরত থাকার উপায় খুঁজে বের করতে হবে। আপনার ফোন থেকে সব শপিং অ্যাপ আনইনস্টল করুন। সময় কাটানো এবং কেনাকাটা থেকে মনোযোগ সরানোর জন্য বই পড়া বা উপকারী কোনো অভ্যাস গড়ে তুলুন।
কম দূরত্বের গন্তব্যে রিকশা বা গাড়ি নিয়ে না গিয়ে হেঁটে যান। একবারের জন্য ২০ টাকা হলেও আপনি বেশ কিছু টাকা নষ্ট করছেন। সেই টাকাটি এক সপ্তাহের জন্য একটি ছোট ব্যাংকে রাখুন। আলস্য দূর করলে সঞ্চয়ের পরিমাণ বাড়ে।
ঘরের দৈনন্দিন জিনিসপত্র বড় বড় মার্কেট থেকে কেনা বন্ধ করুন। এর পরিবর্তে মুদি দোকানে গেলে আপনি অপেক্ষাকৃত কম দামে সবকিছু পাবেন। এভাবে আপনি অর্থ সাশ্রয় করতে পারেন।সঞ্চয় করতে চাইলে আনতে হবে কিছু অভ্যাসে পরিবর্তন। প্রতীকী ছবি/পিক্সাবে
নিয়মিত বাইরে খাওয়া
মাসে একবার বা দুবার অথবা বিশেষ কারও সঙ্গে দেখা করতে গেলে বাইরে খাওয়া-দাওয়া করা যেতেই পারে। তবে প্রতিদিন বাইরে খাওয়া বা অর্ডার করা মানে অর্থের অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যেরও ক্ষতি করা। নতুন কোনো খাবার খেতে চাইলে তা বাড়িতেই তৈরি করুন, অনলাইনে রেসিপির ভিডিও দেখে শিখে নিন। এভাবে আপনি অর্থ সাশ্রয় করতে পারেন। কারণ রেস্টুরেন্ট বা দোকানের খাবার মোটেই সস্তা নয়।
ধূমপান কেবল ক্যান্সারেরই নয় পকেট খালি করারও কারণ। সিগারেট সস্তা কোনো বস্তু নয়। বর্তমানে বাজারে বিশটি সিগারেটের এক প্যাকেটের দাম প্রায় ৩০০ টাকা বা তার বেশি। গড় হিসেবে দৈনিক আপনার কেনা সিগারেটের পরিমাণ সপ্তাহ শেষে হিসাব করুন এবং কতগুলো টাকা অপচয় হলো।ধূমপান আপনার খরচের পরিমাণ বাড়িয়ে দেয়/পিক্সাবেছাড়ে কেনাকাটা না করা
প্রতি বছর বিভিন্ন উপলক্ষে ব্র্যান্ডগুলো শুধু দোকানে নয় অনলাইনেও ছাড়ে বিক্রি করে। ছাড়ে কেনাকাটা না করার অর্থ হলো ঠকে যাওয়া। বদলে আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলোর একটি তালিকা তৈরি করে ছাড়ের মৌসুমে কিনে ফেলুন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত