সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ সোমবার (১৩ অক্টোবর) ভোর ৫টায় লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫)-কে গ্রেফতার করা হয়। হীরা বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার তেলিগাতি গ্রামের আবু শেখের ছেলে এবং বর্তমানে লবণচরা থানার মাথাভাঙ্গায় বসবাস করত।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১১৮৭ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে কেএমপি সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত