রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ ‘বিডিএসকে’ গ্যাংয়ের প্রধান আকাটা হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার আরও সাত সহযোগীকেও গ্রেফতার করা হয়। শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা ও ফরিদপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) র্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।
তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে দেশী ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রাজধানীতে অপ্রতিরোধ্য হয়ে উঠছে এলাকাভিত্তিক কিশোর গ্যাং এর অপতৎপরতা। বিশেষ করে মোহাম্মদপুর, আদাবর, উত্তরা এলাকার লোকজন কিশোর গ্যাং এর উৎপাতে অতিষ্ঠ। ওই সব এলাকায় কথিত বড় ভাইদের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে উঠতি বয়সীরা। ‘বিডিএসকে’ গ্যাংও কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের নাম বলেও জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত