মাইনর ক্রিকেট কাউন্টি খেলতে ক’দিন আগে ইংল্যান্ডে গিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সেখানে রানের বন্যায় ভাসাচ্ছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। গতকাল করেছিলেন সেঞ্চুরি। খেলেছিলেন ৮৫ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংস। আজ ৫ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি।
৯৫ রান করে আজ আউট হয়ে গেছেন লিটল মাস্টার। সানডে লিগে তিনি খেলছেন লিলাগটনের হয়ে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি। ভিডিওতে দারুণ এক পুল শট খেলতে দেখা গেছে আশরাফুলকে।
আশরাফুল ফেসবুকে লিখেছেন, ‘যাই হোক, আলহামদুলিল্লাহ। আরেকটি ৯৫ রান, মাত্রই একটি সেঞ্চুরি মিস করলাম। ইংল্যান্ডে লিলাগটনের হয়ে সানডে লিগে। আমার জন্য দোয়া করবেন।’
এর আগেও তিনবার মাইনর কাউন্টি খেলেছেন আশরাফুল। ২০০৬ সালে প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ২০১২ ও ২০১৯ সালেও ডমেস্টিক খেলেছেন ক্রিকেটের তীর্থভূমিতে।
এবার আশরাফুল ছাড়াও এই ক্রিকেট লীগে খেলছেন ইমরুল কায়েস, জহুরুল হক অমি, ফরহাদ রেজা, আরাফাত সানি ও এনামুল হক জুনিয়র। গত ৭ মে ইংল্যান্ডে পাড়ি জমান তারা।
পি এস/এন আই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত