বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অভিনেতা সিদ্দিককে রাস্তায় মারধর করতে দেখা যাচ্ছে। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এবং তাকে নিয়ে যাওয়ার সময় শারীরিকভাবে আঘাতও করা হচ্ছে। সিদ্দিক কান্না করতে দেখা যায়, এবং হামলাকারীরা তাকে "আওয়ামী লীগের দোসর" বলে স্লোগান দিচ্ছিলেন।
ঘটনাটি ঘটেছে রাজধানীর কাকরাইল এলাকায়, মঙ্গলবার বিকেলে, যেখানে সিদ্দিককে স্থানীয়রা আটক করে রমনা থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম এ ঘটনা নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন, সিদ্দিককে সেগুনবাগিচা এলাকার দুদক ভবনের সামনে আটক করে কিছু স্থানীয় লোক। এরপর রমনা থানায় নিয়ে এসে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি জানান, সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা দুটি মামলায় তাকে আসামি করা হয়েছে। এসব মামলার সাথে সম্পর্কিত হওয়ায় সিদ্দিককে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় সিদ্দিক মারধরের শিকার হয়েছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে সিদ্দিককে চড়-থাপ্পর দেওয়া হতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন উপকমিশনার।
হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী বলে জানালেও, পুলিশ এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে হামলাকারীরা ছাত্রদলের সদস্য ছিল।
অভিনেতা সিদ্দিক, টাঙ্গাইলের মধুপুর উপজেলার জন্মগ্রহণকারী, দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের জগতে যুক্ত। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন এবং কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, তবে মনোনয়ন পেতে তিনি ব্যর্থ হন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত