চারপাশে লবণাক্ত পানির ঘের, তার মধ্যেই রাবেয়া সুলতানার বসতবাড়ি যেন সবুজের এক স্বর্গ। বাড়ির আঙিনা ভরপুর লাউ, পুঁই, চিচিঙ্গা, উচ্ছে, কুমড়া, শসা, ঢেঁড়স, বরবটি, লালশাক, টমেটো, মরিচ, বেগুন ও পেঁপেসহ নানান সবজিতে। রয়েছে ঔষধি গাছও—যেমন থানকুনি।
নিজ পরিবারের চাহিদা মিটিয়ে রাবেয়া অতিরিক্ত সবজি বিক্রিও করছেন। এভাবে তার বসতভিটাভিত্তিক কৃষি খামার এখন স্থানীয়ভাবে পরিচিত হয়েছে “শতবাড়ি উন্নয়ন মডেল” বা পারিবারিক পুষ্টি ব্যাংক হিসেবে।
রাবেয়ার উদ্যোগে পদ্মপুকুর ইউনিয়নে নারীদের একটি সংগঠন গড়ে উঠেছে এই মডেলকে কেন্দ্র করে। তারা নিয়মিত মাসিক বৈঠক ও প্রশিক্ষণের আয়োজন করছে। এসব আলোচনায় চাষাবাদের জ্ঞান বিনিময়, বীজ আদান–প্রদান ও সমবায়ভিত্তিক সঞ্চয় কার্যক্রম চালানো হয়।
নারীরা পাচ্ছেন পুষ্টি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও জৈব কৃষি বিষয়ে প্রশিক্ষণ। ফলে এটি শুধু কৃষির অনুশীলনকেন্দ্র নয়, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের এক মঞ্চে পরিণত হয়েছে।
করোনাকালে গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK)-এর পরামর্শে রাবেয়া তার বাড়িতে ‘পুষ্টি ব্যাংক’ স্থাপন করেন। ছয় বছর পর সেই উদ্যোগ এখন এক উজ্জ্বল সম্পদকেন্দ্রে রূপ নিয়েছে।
প্রতি মৌসুমে তিনি ৭–৮ ধরনের দেশি বীজ সংরক্ষণ করেন এবং প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করেন। রাবেয়ার স্বপ্ন—একটি স্থানীয় বীজ ব্যাংক গড়ে তোলা।
তিনি বলেন,
“আগে সবজির জন্য বাজারের ওপর নির্ভর করতাম। এখন সারা বছর নানা সবজি উৎপাদন হয় আমার খামারে। অন্য নারীদেরও ঘরে সবজি চাষে উৎসাহিত করছি।”
রাবেয়ার মতো অনেক পরিবার এখন নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি সবজি বিক্রি করে আর্থিক লাভও করছে। এর ফলে স্থানীয়ভাবে ভিটামিনসমৃদ্ধ খাবার নিশ্চিত হচ্ছে।
তার শতবাড়ি এখন শুধু কৃষি খামার নয়—এটি এক সামাজিক আন্দোলন। নারী নেতৃত্বে খাদ্যনিরাপত্তা, পরিবেশবান্ধব কৃষি ও আত্মনির্ভর জীবনের পথে এগিয়ে যাচ্ছে পুরো কমিউনিটি।
গবেষক মোফিজুর রহমান বলেন,
“প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলে শতবাড়ি মডেল হলো টেকসই জলবায়ু অভিযোজনের এক স্বনির্ভর কৌশল। এটি লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে স্থিতিশীলতা গড়ে তোলে, একইসঙ্গে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত স্থাপন করে।”
খুলনা কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে রাবেয়ার মতো বহু নারী এখন কৃষিকাজে যুক্ত হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারীদের প্রশিক্ষণ, বীজ ও গাছ সরবরাহসহ নানা সহায়তা দিয়ে আসছে।
লবণাক্ততা ও জলবায়ু বিপর্যয়ের চ্যালেঞ্জের মধ্যেও রাবেয়া সুলতানা প্রমাণ করেছেন—টেকসই কৃষি ও খাদ্যনিরাপত্তা সম্ভব। তার শতবাড়ি এখন একাধারে সবুজের খামার, নারীর ক্ষমতায়নকেন্দ্র এবং উপকূলীয় অঞ্চলে পরিবর্তনের এক অনুপ্রেরণার নাম।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত