শরণখােলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখােলায় বুদ্ধি প্রতিবন্ধি কিশােরিকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে বন সংলগ্ন সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে ঐ যুবক ফয়জুল ইসলাম ওরফে মিজানকে গ্রেফতার করে। ধর্ষনের শিকার ওই কিশােরিকে শুক্রবার (২৯সেপ্টম্বর) সকালে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।
শরণখােলা থানার পরিদর্শক তদন্ত সুব্রত কুমার সরকার জানান, উপজেলার সােনাতলা গ্রামের একটি জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে যায়। গৃহবধু তার বুদ্ধি প্রতিবন্ধি কিশােরি (১২) কন্যাকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান। এই সুযােগে গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশারিকে ধর্ষন করে। খুলনা থেকে তার মা বাড়িতে আসলে কিশােরি ধর্ষনের কথা তাকে জানায়। ঘটনা শুনে কিশােরির মা শরনখােলা থানায় মামলা করলে পুলিশ ফয়জুল ইসলামকে গ্রেফতার করে। শুক্রবার সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষনের শিকার কিশােরিকে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

