প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
সারাদেশে বিএনপি জামাত চক্রের জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী রবিবার (৩০ জুন) বিকালে অনুষ্ঠিত মিছিল টি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে এ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মালয়শিয়ায় আওয়ামীলীগের সাবেক সভাপতি জামিল হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা এম,এ রশীদ আকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমূখ।
নেতৃবৃন্দ, দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত