প্রতিনিধি, শরণখোলা ( বাগেরহাট )
সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক ইনিষ্টিউশনাল প্রাকটিস শুরু হয়েছে। দেশের ১১৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এই স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার ১৩ জুন দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। এসময় অন্যান্যের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ, ডাঃ আশফাক হোসেন,ডাঃ কেয়া মনি, ডাঃ রবিউল ইসলাম, ডঃ নিয়াজ মাহামুদ ও ডাঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস জানান, এখন থেকে রোগীরা অফিস টাইমের বাইরে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত রোগীরা স্বাস্থ্য সেবা পাবেন। তবে এক্ষেত্রে রোগীদের সরকার নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বাংলাদেশে ১১৬ টি উপজেলায় পরীক্ষামূলক ভাবে এ কর্মসূচি শুরু হলো। এর মধ্যে বাগেরহাট জেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা ও সড়ক দূর্ঘটনা কবলিত ফকিরহাট উপজেলা রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগীয় সূত্রে জানাগেছে।
এই কর্মসূচির মাধ্যমে রোগীদের ডাক্তারদের কাছে ছুটে বেড়ানোর বিড়ম্বনা অনেকটা হ্রাস পাবে বলে ধারনা কারা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত