আসাদুজ্জামান মিলন, শরণখোলা
শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে।
শনিবার রাত ১২ টার দিকে আকষ্মিক ভাবে বাজারের দক্ষিণ প্রান্তে ক্লাসিক কিন্টার গার্ডেন সম্মুখের মার্কেটে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ অগ্নিকাণ্ডে মুহুর্তেই আওয়ামীলীগ নেতা পলাশ মাহামুদ এর ব্যাবাসায়ীক প্রতিষ্ঠানের ৩টি গুদাম, একটি অফিস ও পাশ্ববর্তী বিধান মিস্ত্রির একটি ফার্নিচারের দোকান পুড়ে যায়। পলাশ মাহমুদ এর তিনটি গুদামে মাছ ধরার জাল, ট্রলারের যন্ত্রপাতি ও খাদ্য বান্ধব কর্মসূচির মালামাল ছিল। অন্যটি তার ব্যাবসায়ীক অফিস ছিলো বলে জানান তিনি।
এতে পলাশ মাহমুদের বিশ লাখ টাকা ও বিধান মিস্ত্রির ফার্নিচার ও অন্যান্য মালামাল পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাদ মোজাম্মেল হোসেন জানান, অগ্নিকাণ্ডের সঠিক কোন কারণ জানা যায়নি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত