শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি উদীচী'র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলায় বর্নাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন ইয়ং অফিসার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, হারুন অর রশিদ খান, আঃ মালেক জোমাদ্দার, সদানন্দ হালদার, আঃ সত্তার খান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ। এর পর বর্ণাঢ্য শোভাযাত্রা রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় "মূর্খ লোকের মূর্খ কথা" নামের একটি নাটক মঞ্চস্থ হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত