শরণখোলা প্রতিনিধি
জাতীয় যুব দিবস উপলক্ষে শরনখোলায় আলোচনা সভা ও বেকার যুবকদের মধ্যে চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকারের সঞ্চালনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, এনজিও ফোরামের সভাপতি মীর সরোয়ার হোসেন, প্রশিক্ষিত যুবকদের পক্ষে মাহামুদুল হাসান শোভন ।
নেতৃবৃন্দ, দেশের উন্নয়ন ও উৎপাদনে সংগঠিত যুব শক্তির সক্রিয় অংশগ্রহণের আহবান জানান।
সভা শেষে প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ঋনের চেক হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত