সরোয়ার কমিশনার বাদল সম্পাদক
শরণখোলা প্রতিনিধি
শরণখোলা উপজেলা স্কাউটস এর একাদশ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মোঃ নূর-ই-আলম সিদ্দিকী।
উপজেলা স্কাউটস এর সহকারি কমিশনার সোহরাব হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলার কে এম লতিফ ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা জামান খান, স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, বাগেরহাট জেলা স্কাউটসের কমিশনার মোঃ আসাদুল কবির, সম্পাদক শেখ আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, শরণখোলা উপজেলা স্কাউটস এর সহকারি কমিশনার আসাদুজ্জামান মিলন, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হালদার, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল আনোয়ারী, উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোঃ বদিউজ্জামান বাদল।
এ সময় স্কাউটস সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় ইউনিট লিডার কে এম বজলুর রহমান ও মোঃ কামরুল ইসলামকে উডব্যাজ পরিয়ে দেয়া হয়।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরওয়ার আলমকে পুনঃরায় উপজেলা স্কাউটস কমিশনার, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক বদিউজ্জামান বাদলকে সম্পাদক এবং খোন্তাকাটা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা স্কাউটস আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত