প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
শরণখোলায় ধারালো অস্ত্রের আঘাতে মা ও তার শিশুকন্যা কে নৃশংস ভাবে খুন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রাম থেকে শরণখোলা থানা পুলিশ গৃহবধূ পাপিয়া (৩৫) ও তার শিশুকন্যা সাওদা আক্তারের (৬) লাশ উদ্ধার করেছে।
নিহত গৃহবধূর ভাই আল-আমীন জানান,বোন পাপিয়া বেগমের সাথে তার ভগ্নিপতি জাফর হাওলাদারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যায় তার বোনের সেজো জা মোবাইল ফোনের মাধ্যমে জানান, তার বোন কে কে বা কারা কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে সে দ্রুত ঐ বাড়িতে গেলে তার বোনের ভাসুর টুকু মাষ্টারের সহায়তায় পাপিয়ার রক্তাক্ত দেহ ভ্যানে উঠিয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এসময় সে তার ভাগ্নি সাওদা আক্তারের কথা জানতে চাইলে টুকু মাষ্টার ও তার স্ত্রী সাওদা তাদের ঘরে আছে বলে জানান। কিন্তু পুলিশ ঐ বাড়িতে তল্লাশী চালিয়ে শিশু সাওদার মৃতদেহ উদ্ধার করে। তার শরীরেও একাধিক কোপের আঘাত রয়েছে।
খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার কে,এম আরিফুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার
এস এম আশিকুর রহমান ও শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শরণখোলা থানার ওসি তদন্ত সুব্রত কুমার জানান, এ ব্যাপারে শরণখোলা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত