আসাদুজ্জামান মিলন, শরণখোলা থেকে
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প জীবীকায়ন নিশ্চিত করার লক্ষ্যে শরণখোলায় ১৫ জন কে একটি করে বকনা গরু দেয়া হয়েছে । বৃহস্পতিবার সকালে শরনখোলা উপজেলা পরিষদ চত্বরে গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী । তবে এ তালিকায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় প্রকৃত জেলেদের নাম আসেনি বলে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন জেলে সংগঠনের নেতৃবৃন্দ ।
শরণখোলা ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, সুবিধা প্রাপ্তদের মধ্যে অনেকেই প্রকৃত অর্থে জেলে নয় । সরকার ঘোষিত কর্মসূচীতে প্রকৃত জেলেদের নাম দিলে কর্মসূচীর উদ্দেশ্য সফল হত।
উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারন সম্পাদক সোলায়মান ফরাজী বলেন, এ তালিকার অনেকেই মাছ ধরার সাথে জড়িত নয় । সুবিধা প্রাপ্তদের মধ্যে অনেকেই আগে মাছ ধরতেন কিন্তু এখন নদী বা সাগরে যান না। আবার অনেকেই প্রকৃত পক্ষে জেলে নয় । সরকারের ঘোষিত সুবিধার তালিকায় প্রকৃত জেলেদের নাম স্থান না পাওয়ায় সরকারের অনেক সময়োপযোগী উদ্যোগ ব্যর্থ হয়ে যায় বলে জানান তারা ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে ক্ষুব্দ পতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, বংশ পরম্পরায় বছরের পর বছর যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের নাম না দিয়ে যারা কখন ও মাছ ধরেনা তুলনামূলক স্বচ্ছল, ব্যবসায়ী ও দোকানদারকে এ তালিকা ভূক্ত করা হয়েছে । যারা আদৌ মাছ ধরেন না ।
শরণখোলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্বে) বিনয় কৃষ্ণ রায় বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প জীবিকা নির্বাহের সহায়তার অংশ হিসাবে প্রতি জেলের জন্য ২৫ হাজার টাকায় গরু, ছাগল, হাঁস, মুরগী পালন ও রিকশা ভ্যান ক্রয় সহায়তার প্রস্তাব থাকলে ও শরণখোলায় বরাদ্দকৃত ১৫ জন কে ২৫ হাজার টাকা মূল্যের একটি করে বকনা বাছুর কিনে দেয়া হয়েছে ।
তালিকায় প্রকৃত জেলেদের নাম না থাকার বিষয় জানতে চাইলে সে জানান, উপজেলা পরিষদের সভায় তালিকা অনুমোদন দেয়া হয়েছে । উপজেলা পরিষদ অনুুমোদিত তালিকা অনুযায়ী ১৫ জনকেই একটি করে বকনা বাছুর দেয়া হয়েছে । তবে এ সুবিধা প্রাপ্ত সবারই জেলে নিবন্ধন কার্ড রয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বলেন, জেলেদের নিবন্ধন কার্ড ছাড়া কাউকে এ সুবিধা দেয়া হয়নি। তবে অনিয়মের অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত