খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ’৭১-এর পরাজিত দেশী বিদেশী শত্র“রা এক হয়ে নানা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলো। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো এদেশের মানুষকে গোলাম আর মাটিকে তাদের চারণভূমি বানানোর জন্যে। ওই সকল চক্রান্তকারীরা জানতো বঙ্গবন্ধু জীবিত থাকলে কখনও তাদের ওই দুরভিসন্ধি সফল হবে না। সে কারণেই তারা বঙ্গবন্ধুকে হত্যা করার নানা পরিকল্পনার ছক এঁকেছিলো। সেই ছকে খুনি খন্দকার মোস্তাক, তাহের উদ্দিন ঠাকুরসহ কতিপয় বিপথগামী সেনা সদস্যরা পা রেখে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তিনি বলেন, শত্র“রা শুধু একজন বঙ্গবন্ধুকে হত্যা করে নাই। তারা এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তারা এদেশের উন্নয়নকে হত্যা করেছে, তারা এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত তাদেরই যোগ্য উত্তরসুরি হয়ে দেশে আজ অগ্নিসন্ত্রাস এবং লাশের রাজনীতি শুরু করেছে। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন অভিমান নয়; আসুন শেখ হাসিনাকে বাঁচাতে দেশী বিদেশি চক্রান্ত আর বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দাঁড়াই।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে শোকাবহ আগস্টের ৪০ দিনের সূচনা কর্মসূচির শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তৃতা করেন নগর আ’লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। নগর আ’লীগ দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আ’লীগ নেতা মলিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আবুল কালাম আজাদ কামাল, এড. অলোকা নন্দা দাস, এড. মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মোঃ শফিকুর রহমান পলাশ ও এম এ নাসিম। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা কাজী এনায়েত হোসেন, এড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মোঃ শামীম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এস এম আকিল উদ্দিন, আব্দুল হাই পলাশ, এড. ফারুক হোসেন, কাজী জাকারিয়া রিপন, শেখ এশারুল হক, এড. শামীম মোশাররফ, মোঃ আযম খান, মোঃ মোতালেব মিয়া, মুন্সি মোঃ সেলিম মিয়া, ওহিদুল ইসলাম পলাশ, মোঃ শিহাব উদ্দিন, এড. রাবেয়া ওয়ালী করবী, এড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, এমরানুল হক বাবু, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, মীর বরকত আলী, নাছরিন ইসলাম তন্দ্রা, গোলাম হায়দার বুলবুল, কবির পাঠান, মলিক নওশীর আলী, আকরাম সরদার, আব্দুল ওহাব, রানা পারভেজ সোহেলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
শোকসভার শুরুতে ‘৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ নিহত সকল শহিদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ও হাফেজ আব্দুর রহীম।
এর আগে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত