আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ থেকে সরঞ্জাম কেনাকাটা, সব প্রস্তুতি আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে ব্রিফিং করেন করেন তিনি।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।
ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপর। যখনই ইসি সিদ্ধান্ত নেবে আমরা জানাবো। আমাদের সব প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। আমাদেরও গুছানোর সময় দিতে হবে। যেগুলো একটু একটু হচ্ছে জানাচ্ছি, যেগুলো চলমান জানাচ্ছি। ভবিষ্যতে কি আসবে জানাবো।
অক্টোবরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে কিনা-দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব জানান, ইসির কিছু কাজ বাকি রাখতে হবে’ যেটা অক্টোবরের পরে বলা যাবে। কমিশনের কর্মপরিকল্পনা ধরে কাজ এগোনোর কথা জানান ইসি সচিব।
তিনি বলেন, আজ আমি বেশ কিছু টাইম লাইন ধরে কথা বলেছি। টাইমলাইন, কর্মপরিকল্পনা, অ্যাকশনাপ্লান বলেন-কাজের এ ব্যপ্তিটা আসল। আমি কোন সময়ের মধ্যে ভোটের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছি, কতটুকু এগোচ্ছি। আমার মনে হয়, এ পর্যন্ত সময়সীমা বলেছি আমাদের বাস্তবায়নের কথা বলেছি।
ইসি সচিব আরও জানান, জাতীয় নির্বাচনকে টার্গেট করে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছে সে অনুযায়ী কাজ করছি। আমরা আমাদের প্রস্তুতি জানাচ্ছি। নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেন তা তুলে ধরা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত