
সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই—এমন প্রত্যয় ব্যক্ত করে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা একটি বিভাগীয় শহর। একসময় এটি শিল্পসমৃদ্ধ ছিল, কিন্তু এখন শিল্পহীন খুলনায় পরিণত হয়েছে। বন্দরনগরী ও শিল্পনগরীর যে ঐতিহ্য খুলনার ছিল, তা পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য। আমরা একটি উন্নয়নমুখী খুলনা গড়তে চাই। তরুণদের জন্য আমাদের নানা পরিকল্পনা রয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করতে চাই। বন্ধ হয়ে যাওয়া শিল্পকল-কারখানাগুলোকে আবার পূর্বের রূপে ফিরিয়ে আনতে আমরা কাজ করবো। সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নয়নশীল ও নিরাপদ খুলনা গড়াই আমাদের লক্ষ্য।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় খুলনা নিউ মার্কেট কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের মাঝে এসেছেন। ১৭ বছর পর তিনি এসে বলেছেন—“আই হ্যাভ এ প্ল্যান।” এই উন্নয়নের রাজনীতিকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। বিএনপি জনগণকে একটি স্বনির্ভর অর্থনীতি উপহার দিতে চায়। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। আরও অনেক নির্বাচনী পরিকল্পনা রয়েছে, যা আমাদের নেতা তারেক রহমান পর্যায়ক্রমে প্রকাশ করবেন।
তিনি আরও বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে, সেই যাত্রায় মানুষের স্বপ্ন বাস্তবায়নই আমাদের লক্ষ্য। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন।
নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং বাংলাদেশের মানুষের প্রাণের দল। বিএনপি একটি অভিজ্ঞ দল, যারা একাধিকবার দেশ পরিচালনা করেছে। আসন্ন নির্বাচনে বিএনপি ভালো ফলাফল করবে—এমন বার্তা জনগণ আমাদের দিয়েছে।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মাহবুব হাসান পিয়ারু, আলমগীর হোসেন আলম, আব্দুল হাকিম, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, সাইফুল বকসি, দাউদ বকসি, রাজিব খান রাজু, শহিদুল বেল্লাল, মোস্তফা সাব্বির, খোন্দকার সোহেল, শেখ মেহেদী হাসান, সিদ্দিক মাতবর, শামীম রেজা, নাঈম ইসলাম, জাহাঙ্গীরসহ এলাকার সাধারণ জনগণ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত