
খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য ও দীপ্ত টিভির খুলনা বিভাগীয় প্রধান, দৈনিক জন্মভূমির নিউজ রুম ইনচার্জ ইয়াসিন আরাফাত রুমীর মাতা আমেনা পারভীন, আজ সকাল সাড়ে আটটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ আসর বাদ রূপসা উপজেলার জাবুসা গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক এস এম ইয়াসীন আরাফাত রুমীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত