খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলনের মাতা আঞ্জুমানয়ারা বেগম (৭১) আজ সকাল ৭টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি গত ৯ আগস্ট ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
খালিশপুর বঙ্গবাসী স্কুল রোডের খাদিমুল মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে বাদ জোহর মরহুমার নামাজে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক মোহাম্মদ মিলনের মাতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত