খুলনা পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান ও খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক সিরাজুল ইসলাম-এর মৃত্যুতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিকেলে সিটি মেয়র নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, মরহুম সিরাজুল ইসলাম ২১ মার্চ ১৯৮৪ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৪ তারিখ পর্যন্ত খুলনা পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান এবং ১২ ডিসেম্বর ১৯৮৪ থেকে ২২ আগস্ট ১৯৮৮ তারিখ পর্যন্ত খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত