আসাদুজ্জামান মিলন, শরণখোলা সুন্দরবনের হরিণ শিকারের অপরাধে শুটকি পল্লীতে মৎস্য আহরনে নিয়োজিত ৪ জেলে কে আটক করা হয়েছে। এসময় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রায় পাঁচ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানাগেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে দুবলা জেলে পল্লী সংলগ্ন নারিকেল বাড়িয়ার শুটকি পল্লীর জেলেদের নির্মিত একটা ডেরা ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হচ্ছেন, সাফায়েত খান,হোসেন গাজী, রওনক গাজী ও খলিলুর রহমান। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফীন জানান, নারিকেল বাড়িয়ার চরে খুলনার রেজাউল শেখের লাইসেন্সধারী জেলেরা গোপনে ফাঁদ পেতে একটি হরিণ শিকার করেন। সেই হরিণের কিছু মাংস তারা খেয়ে ফেলেন। কিছু মাংস হলুদ মাখিয়ে মাটির নিচে রেখে দেন। গোপন সূত্রে জানতে পেরে নারিকেলবাড়িয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় বনরক্ষীরা অস্থায়ী শুঁটকি ঘর থেকে ঐ চার জেলেকে আটক করেন। পরে তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঘরের মধ্যে মাটির নীচে বিশেষ ভাবে লুকিয়ে রাখা সাড়ে চার কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। হরিণ শিকারের অপরাধে ঐ চার জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হচ্ছে বলে এসিএফ শামসুল আরেফিন নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত