২০২২ সালে ক্রিকেটাঙ্গনে ঘটে যাওয়া নানা ঘটন-অঘটনের বছরে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় দুইটি আসর অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও একাধিক দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে সবগুলো দল।
জেনে নেওয়া যাক, ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এসেছে কোন ক্রিকেটারের ব্যাট থেকে।
সূর্যকুমার যাদব
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২২ সালে সবচেয়ে বেশি রান করেছেন ভারতের সূর্যকুমার যাদব। তিনিই একমাত্র ব্যাটার, যিনি কিনা এই বছর একমাত্র ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১০০০ রানের গণ্ডি পেরিয়েছেন।
৩১ ম্যাচে সূর্যকুমারের রান ১১৬৪। ব্যাটিং গড় ৪৬.৫৬। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। তাছাড়াও ২০২২-এ দুইটি শতক ও নয়টি অর্ধশতক রয়েছে সূর্যকুমারের ঝুলিতে।
মোহাম্মদ রিজওয়ান
২০২২ সালে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
এই ব্যাটারের ২৫ ম্যাচে ৪৫.২৭ গড়ে রান ৯৯৬। স্ট্রাইক রেট ১২২.৯৬। কোনও শতকের দেখা না পেলেও অর্ধশতক করেছেন ১০টি।
বিরাট কোহলি
এবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।
যিনি ২০ ম্যাচে ৫৫.৭৮ গড়ে ৭৮১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৮.২৩। স্বাদ পেয়েছেন একটি শতক ও আটটি অর্ধশতকের।
সিকান্দার রাজা
জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট রান করেছেন ৭৩৫। দারুণ খেলে জায়গা করে নিয়েছেন আসন্ন ২০২৩ আইপিএলে।
তার খেলা ২৪ টি-টোয়েন্টির ২৩টি ইনিংসেই ব্যাট করেছেন তিনি। যেখানে গড় ৩৫.০০ ও স্ট্রাইক রেট ১৫০.৯২। করেছেন পাঁচটি অর্ধশতক।
বাবর আজম
২০২২ সালে ২৬টি ম্যাচ খেলে সিকান্দার রাজার সমান ৭৩৫ রান করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আছেন এই বছরের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার পাঁচ নম্বরে।
৩১.৯৫ গড় ও ১২৩.৩২ স্ট্রাইক রেটে পেয়েছেন একটি শতক ও পাঁচটি অর্ধশতকের দেখা।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত