তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে আইসিটি সেক্টরে ১ দশমিক ৩ বিলিয়ন রপ্তানি আয় আছে। যা আগামী ২০২৫ সালের মধ্যে বৃদ্ধি করে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করবো।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তার মোড়ে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষনার্থীদের মাঝে ৩৭ টি ল্যাপটব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সারাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ আট হাজার ডিজিটাল সেন্টার থেকে প্রতি মাসে ৬০ লাখ মানুষ বিভিন্ন ধরনের সেবা গ্রহন করে । ১৭ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে আর তার মধ্যে প্রতি বছর ২০ লাখ যুবক কর্মজীবনে প্রবেশ করে। এত যুবককে সরকারের পক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না তাই ঢাকা শহরমুখী না হয়ে, বিদেশে না গিয়ে নিজ নিজ জেলা অথবা নিজ ঘড়ে বসেই প্রযুক্তিতে প্রশিক্ষণ নিয়ে ইউরোপ আমেরিকার মতো বড় বড় দেশের কোম্পানি গুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষে্য এই প্রশিক্ষনের ব্যবস্থা করা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক আব্দুল লতিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, অতিরিক্সুত পুলিশ সুপার হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াতে সরকার ক্ষমতায় এসে কোন উন্নয়ন না করে দূর্নীতে ৫ম স্থান অধিকার করেছিলো তারা।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত