জাতীয়

আন্তর্জাতিক

  • ঝুঁকির মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি, আইএমএফ প্রধানের আগাম সতর্কতা
    ঝুঁকির মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি, আইএমএফ প্রধানের আগাম সতর্কতা

    শিগগিরই বিশ্ব অর্থনীতির স্থিতাবস্থা কিছুটা টালমাটাল হতে চলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তাই তিনি বিশ্বের বাজারের নিয়ন্ত্রকদের আগাম সতর্ক করেছেন।

    তিনি জানিয়েছেন, ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে সাম্প্রতিক ঝড় উঠেছে, তার কারণেই এই ঝুঁকির মুখোমুখি হতে পারে বিশ্ব অর্থনীতি। তাই বিশ্ব বাজারের নিয়ন্ত্রকদের ‘একটু নজর রাখার’ পরামর্শ দিয়েছেন ক্রিস্টালিনা।

    কেন নজর রাখতে হবে তার একটা ব্যাখ্যাও দিয়েছেন আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেই সমস্যার মোকাবিলা করতে বিশ্বের সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের সুদের হার বাড়ানোর চেষ্টা করছে। ক্রিস্টালিনার মতে, এই সব কিছুই বৃহত্তর আর্থিক ব্যবস্থাকে চাপে ফেলেছে।

    ক্রিস্টালিনা বলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা কম সুদের হার থেকে হঠাৎ বেশি হারের সুদের এই উত্তরণের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যার মধ্যে অন্যতম হলো অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া। অর্থনীতির দুর্বল বা অতি সংবেদনশীল হয়ে যাওয়া। ব্যাংকিংয়ের ক্ষেত্রে যা ইতোমধ্যেই প্রমাণিত।

    গত কাল রোববার বেইজিংয়ে গিয়েছিলেন ক্রিস্টালিনা। সেখানেই একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে কথা বলেছেন তিনি। ক্রিস্টালিনা জানিয়েছেন, এক দিকে অতিমারি, অন্য দিকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ অর্থনীতিতে প্রভাব ফেলেছে। বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি কমে ৩ শতাংশেরও নিচে চলে এসেছে।

খেলাধুলা

  • বিশ্বকাপ ব্যর্থতার পর মরক্কোর কাছেও হারল ব্রাজিল
    বিশ্বকাপ ব্যর্থতার পর মরক্কোর কাছেও হারল ব্রাজিল

    কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমকের নাম ছিল মরক্কো। আফ্রিকান দেশ হিসেবে প্রথমবারের মতো তারা নকআউট পর্বে ওঠে। শুধু তাই নয়, সেমিফাইনাল পর্যন্ত ওঠার যাত্রাপথে তারা বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দেশকে হারায়। যার মাধ্যমে তারা ফুটবল বিশ্বের নতুন জায়ান্ট দল গড়ারই ইঙ্গিত দেয়। অন্যদিকে, বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি পাঁঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেও তারা মরক্কোর কাছে হোঁঁচট খেয়েছে।রোববার (২৬ মার্চ) ভোর ৪টায় তাঞ্জিয়ারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচ উপলক্ষ্যে তরুণ নির্ভর দল ঘোষণা করে ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ র‌্যামন মেনেজেস। এরপরই তিনি বিশ্বকাপ দলের অনেককে বাদ দিয়ে দল গড়ায় সমালোচনার ‍মুখে পড়েন। টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে কাতার থেকে দেশে ফিরেই পদত্যাগ করেন দলটির কোচ তিতে।অন্যদিকে, এর আগেই পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন নেইমার। ইনজুরির কারণে নেই দলের নিয়মিত অধিনায়ক ডি সিলভা। নতুন দলে রাখা হয়নি সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। তবুও ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা ভালো ফলের আশা নিয়েই নতুন শুরু করতে চেয়েছিল।এদিন ভারপ্রাপ্ত কোচ মেনেজেস সম্ভাবনাময়ী পাঁচ তরুণকে আন্তর্জাতিক অভিষেক করিয়েছেন। আরেকটা কারণেও মরক্কোর বিপক্ষে ম্যাচটি ছিল বিশেষ। কিংবদন্তি পেলের মৃত্যুর পর এই প্রথম ব্রাজিলের মাঠে নামা। ম্যাচের শুরুতে তাই পেলেকে স্মরণ এবং প্রত্যেক খেলোয়াড়ের জার্সির পেছনেও ছিল ফুটবল-রাজার নাম। এসব উপলক্ষ্যও যেন ব্রাজিলকে উজ্জীবিত করতে পারেনি!ম্যাচের শুরু থেকেই তুলনামূলক বেশি গতিসম্পন্ন ছিল মরক্কো। ব্রাজিলিয়ানদের থেকে বল কেড়ে নিয়ে দ্রুতই তারা আক্রমণে উঠছিল বারবার। এতে ম্যাচের মাঝপথে দু’দলের খেলোয়াড়রা একাধিকবার ঝামেলাও বাঁধিয়েছে। অবশ্য ম্যাচের প্রথম ভালো সুযোগ তৈরি করে ব্রাজিল। ১৩ মিনিটে লুকাস পাকুয়েতার থ্রু বল পেয়ে কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি রনি।মিনিট দশেক পর মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনুর ভুলে গোল প্রায় পেয়েই যাচ্ছিল ব্রাজিল। আন্দ্রে সান্তোসের শট এগিয়ে আসা বুনুর হাত ফসকে পেছনে গোলমুখের দিকে চলে যাচ্ছিল। শেষমুহূর্তে পেছনে গিয়ে বল নিয়ন্ত্রনে নেন তিনি। এর দুই মিনিট পরই অবশ্য বল জালে পাঠান ভিনিসিয়াস জুনিয়র। তবে আক্রমণ তৈরির সময় অফসাইডের কারণে গোল বাতিল হয়।২৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় মরক্কো। বিলাল এল খাননুসের কাছ থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন বুফাল। ৩৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ ছিল রদ্রিগোর সামনে। নেইমারের অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরা এই ফরোয়ার্ড শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হনদ্বিতীয়ার্ধে নেমেও গোলের দেখা পাচ্ছিল না পিছিয়ে পড়া ব্রাজিল। ম্যাচের ৬৭ মিনিটে পৌঁছে তাদের অপেক্ষা পুরোয়। তবে এতে মরক্কো গোলরক্ষকেরও ভূমিকা ছিল। তার ভুলের সুবাদে বক্সের বাইরে বল কয়েক পা ঘুরে অধিনায়ক ক্যাসেমিরোর কাছে যায়। তার শট বুনুর নাগালেই ছিল। ঝাঁপিয়ে বলের নাগাল পেলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মেনেজেসের দল। মরক্কোর আক্রমণ আরও বাড়িয়ে দেয়। ফলে ৭৯ মিনিটে ওয়ালিদ ছেদদিরার কাছ থেকে বল পেয়ে হাফ-ভলিতে বল জালে পাঠিয়ে দেন সাবিরি। গোলরক্ষক ওয়েভারটনের দেখা ছাড়া কিছুই করার ছিল না। দীর্ঘদিন ব্রাজিলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারের জন্য পরবর্তী গোলরক্ষকরা সুযোগ পাচ্ছিলেন না। মাঝেমধ্যে ম্যানসিটি কিপার এডারসন মাঠে নামলেও ওয়েভারটনের জন্য সেটিও অসম্ভব হয়েছিল।২-১ গোলে হারের একরাশ হতাশা নিয়েই শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। অধিনায়ক ক্যাসেমিরো এবং ভারপ্রাপ্ত কোচ মেনেজেসের আপাত অধ্যায়টাও শুরু হল বিবর্ণতায়।

বিচিত্র

  • দিনে বহুবার দেখেন সূর্যাস্ত, কীভাবে রোজা রাখেন মহাকাশচারীরা?
    দিনে বহুবার দেখেন সূর্যাস্ত, কীভাবে রোজা রাখেন মহাকাশচারীরা?

    মুসলিমদের পবিত্র রমজানে রোজা ভাঙা হয় সূর্যাস্ত দেখে। এ সময় সারা দিন পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যার দিকে রোজা ভাঙেন তারা। এটাই নিয়ম। কিন্তু সূর্যের ঘূর্ণন যদি হঠাৎ বদলে যায়? যখন সূর্যাস্ত হওয়ার কথা, সে সময়ের অনেক আগেই কিংবা পরে যদি সূর্য ডোবে? যেমনটা হয়ে থাকে মহাশূন্যে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোচারীদের বেলায়। সেখানে অবস্থান করা ব্যক্তিরা প্রতিদিন ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন।

    বর্তমানে অনেক মুসলিম নভোচারী মহাশূন্য ভ্রমণ করছেন। তাদের জন্যও রমজান মাস আসে। যেমন, ৩ মার্চ তারিখে সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হিসেবে মহাশূন্যে যান সুলতান আলনেয়াদি। তিনি ছয় মাস মহাশূন্যে থাকবেন, তখন পৃথিবীতে পবিত্র রমজান মাস পালিত হবে। আলনেয়াদি মহাশূন্যে অবস্থানকালে মুসলিমদের প্রধান দু’টি ধর্মীয় উৎসব ঈদুল-ফিতর ও ঈদুল-আযহা পালন করবেন।

    এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আলনেয়াদি ওই সময় রোজা রাখবেন কীভাবে। ইসলাম ধর্মে এ প্রশ্নের উত্তরও দেওয়া আছে। আলনেয়াদি বলেন, একজন নভোচারী হিসেবে তাকে ‘সফরকারীর’ তালিকায় ফেলা যায়। আর সফরকারীদের জন্য রোজা ভাঙার অনুমতি রয়েছে। এছাড়া অসুস্থ বোধ করলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। ‘

    এক সংবাদ সম্মেলনে আলনেয়াদি আরও বলেন, তিনি গ্রিনিচ মান সময় কিংবা কোঅর্ডিনেটেড ইউনিভার্সেল টাইম (যা স্পেস স্টেশনের স্বীকৃত টাইম জোন হিসেবে ব্যবহৃত হয়) অনুসারে রোজা রাখতে পারেন।

    তিনি সাংবাদিকদের বলেন, ‘রোজা রাখার জন্য রমজান মাস খুব ভালো উপলক্ষ। আর এটা আসলে স্বাস্থ্যের জন্যও উপকারী।’

     

    প্রথম ধর্মপালনকারী (প্র্যাকটিসিং) মুসলিম হিসেবে ২০০৭ সালে মালয়েশিয়ান নভোচারী শেখ মুজাফর শুকুর আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করেন। ইসলামিক ন্যাশনাল ফতোয়া কাউন্সিল অব মালয়েশিয়া তার ও ভবিষ্যৎ মুসলিম নভোচারীদের জন্য বিশেষ বিধি-নিষেধ প্রদান করেছে।

    মালয়েশিয়ান নভোচারী শেখ মুজাফর শুকুর
    মুজাফর রমজানে মহাশূন্যে পাড়ি দিলে ফতোয়া কাউন্সিল বলে যে পৃথিবীতে ফেরার আগপর্যন্ত তিনি রোজা না রাখলেও চলবে। তবে তিনি চাইলে যে জায়গা থেকে যাত্রা শুরু করেছেন সেখানকার টাইম জোন অনুসারে রোজা রাখতে পারবেন।

    এছাড়া কাউন্সিলের পক্ষ থেকে মুজাফরকে বলা হয়, নামাজ পড়ার সময় তাকে হাঁটু গেড়ে না বসলেও চলবে (শূন্য মাধ্যাকর্ষণে এ কাজটি অত্যন্ত কঠিন)। এছাড়া কিবলামুখী হয়ে—অর্থাৎ মক্কার দিকে ফিরে—নামাজ পড়ার বাধ্যবাধকতাও শিথিল করা হয় মুজাফরের জন্য। এ বিষয়ে তাকে বলা হয়, তার পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু করলেই হবে।

    সূত্র: সিএনএন

চাকরির খবর

  • ৩৩ হাজার বেতনে চাকরির সুযোগ, পাবেন নিয়মিত ইনক্রিমেন্ট
    ৩৩ হাজার বেতনে চাকরির সুযোগ, পাবেন নিয়মিত ইনক্রিমেন্ট

    ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলােইনে আবেদন করতে পারবেন।

    পদের নাম : অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার (এএও)। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : অ্যাকাউন্টিংয়ে বিকম/ এমকম পাস করতে হবে।

    পদ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে।

    চূড়ান্ত নিয়োগের পর সিরাজগঞ্জ জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

    বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৩০০০ টাকা। প্রতিবছর ৫ পারসেন্স হিসেবে ইনক্রিমেন্ট হবে।

    আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

    আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২৩