খুলনার কৃতি সন্তান মো. জাহিদুল হাসান ইউনিভার্সিটি অব মালয়েশিয়া সারাওয়াক (University of Malaysia Sarawak) থেকে কৃতিত্বের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল— “Detection and Mitigation of Nitrofuran and Chloramphenicol Residues in Mud Crab (Scylla olivacea) Aquaculture.”
মো. জাহিদুল হাসান শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই সাফল্যের ছাপ রেখেছেন। ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভের পর তিনি খুলনার সেন্ট জোসেফস স্কুল থেকে স্টার মার্কসহ এসএসসি এবং সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে একইভাবে এইচএসসি পাস করেন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন থেকে ডিস্টিংকশনসহ অনার্স সম্পন্ন করেন।
অনার্স অধ্যয়নকালেই তিনি খুলনার একটি স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করতেন। পড়াশোনা শেষ করে এনজিও ‘উত্তরণ’-এ কিছুদিন কাজ করার পর আন্তর্জাতিক সংস্থা WorldFish-এ যোগ দেন। পরবর্তীতে ২৫তম বিসিএসের মাধ্যমে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন।
চাকরির পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি। বর্তমানে তিনি মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।
