টস, সকালের সেশন, মধ্যাহ্নভোজ আর শেষে চা পানের বিরতি। টেস্ট ম্যাচে এই নিয়ম প্রায় শত বছরের পুরোনো। প্রচলিত সেই নিয়ম এবার বদলে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার আসন্ন টেস্টে। যেখানে মধ্যাহ্নভোজের আগেই দেওয়া হবে চা পানের বিরতি।
পরিবর্তিত ধারা অনুযায়ী, ম্যাচ শুরু হবে সকাল ৯টায়, টস অনুষ্ঠিত হবে ৮টা ৩০ মিনিটে। প্রথম সেশন চলবে ৯টা থেকে ১১টা পর্যন্ত। এরপর ১১টা থেকে ১১টা ২০ পর্যন্ত চা পানের বিরতি। দ্বিতীয় সেশন হবে সকাল ১১টা ২০ থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত। তারপর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত থাকবে মধ্যাহ্নভোজের বিরতি। দিনের শেষ সেশন হবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে আসামের রাজধানী গুয়াহাটিতে। ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত এই রাজ্যে নভেম্বরের শেষ দিকটায় বেশ আগেভাগে সূর্যাস্ত হয়ে যায়। ফলে আলোর অভাবে ওভার নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই সূচিতে আনা হয়েছে এই পরিবর্তন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র দেশটির এক গণমাধ্যমকে বলেন, ‘গুয়াহাটিতে যেহেতু সূর্যাস্ত হয় আগে, তাই চা-পানের বিরতি শুরুতেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলাও শুরু হবে আগেভাগে, যাতে ক্রিকেটাররা যতটা সম্ভব সময় মাঠে থাকতে পারেন।’
সাধারণত ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে, যেখানে দুপুর ১২টার দিকে মধ্যাহ্নভোজের বিরতি এবং বিকেল ২টার পর চা-পানের বিরতি দেওয়া হয়। তবে এবারই প্রথম সূচিতে এমন উল্টেপাল্টে পরিবর্তন আনল বোর্ড। গুয়াহাটির দ্বিতীয় টেস্ট দিয়ে তাই ভারতের ক্রিকেট ইতিহাসে যোগ হচ্ছে এক অনন্য অধ্যায়।
আন্তর্জাতিক ক্রিকেটে বিসিসিআই প্রথম এই পরিবর্তন আনলেও ঘরোয়া ক্রিকেটে প্রচলিত ধারায় বদল দেখা গিয়েছে। রঞ্জি ট্রফিতেও আলোর কারণে সূচি পরিবর্তন করেছে বিসিসিআই।
