সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপ বুধবার শুরু হয়েছে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ৬ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৩-০ সেটে।
তিন গেম জিতেছে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্টে। ছিল স্বাগতিকদের। দিনের অন্য দুই খেলায় তুর্কমেনিস্তান ৩-০ সেটে নেপালকে এবং তীব্রপ্রতিদ্বন্দ্বিতার পর শ্রীলংকা ৩-২ সেটে হারিয়েছে আফগানিস্তানকে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
