ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাট হাতে ব্যর্থ হলো বাংলাদেশ। চট্টগ্রামে বুধবার (২৯ অক্টোবর) ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে হেরে যায় লিটন দাসের দল। তাতেই নিশ্চিত হয় সিরিজ হার। ম্যাচে বাংলাদেশের বোলাররা শুরুতেই দারুণ নিয়ন্ত্রণে রাখে ক্যারিবীয় ব্যাটারদের। একসময় ২০০ রানের পথে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে থামিয়ে দেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
তবে ব্যাট হাতে ব্যর্থতার মাশুল গুনতে হয় টাইগারদের। ওপেনার তানজিদ হাসান তামিম একাই লড়েছেন—৪৮ বলে করেছেন ৬১ রান। কিন্তু ৩ ওভারে ৩৩ রান দরকারের সময় আউট হয়ে যান তিনি। এরপর জাকের আলী ও শামীম হোসেনরা দলকে জয়ের পথে নিতে পারেননি।
ম্যাচ শেষে নিজের আউট হওয়াকেই পরাজয়ের বড় কারণ হিসেবে দেখছেন তানজিদ তামিম। তিনি বলেন, “ম্যাচ না জেতায় ইনিংসের কোনো মূল্য থাকে না। উইকেটটা এমন ছিল যে, সেট ব্যাটারদেরই শেষ পর্যন্ত খেলতে হতো। আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম, ম্যাচটা বের হয়ে যেত।”
তানজিদ আরও বলেন, “উইকেটটা একটু স্টিকি ছিল, নতুন ব্যাটার নেমেই বড় শট খেলা কঠিন। তাই আমার দায়িত্ব ছিল ইনিংসটা শেষ করা। আমি সেটা করতে পারিনি।”
১৫০ রানের মতো লক্ষ্য আধুনিক টি-টোয়েন্টিতে সহজ মনে হলেও বাংলাদেশের ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ ১৭ বলে ৬ উইকেট হাতে রেখেও সমীকরণ মেলাতে না পারায় হতাশ সমর্থকরা।
অবশেষে হারের দায় নিজের কাঁধেই তুলে নিয়ে তানজিদ তামিম বলেন, “ওই পরিস্থিতিতে আমার দায়িত্বটা ছিল বেশি। আমি যদি দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারতাম, ফলটা অন্যরকম হতো।”
