গত সপ্তাহে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। এখন নতুন পোপ বাঁছাইয়ের কাজ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় কাকে তিনি নতুন পোপ হিসেবে দেখতে চান। জবাবে ট্রাম্প মজা করে বলেন, “আমি পোপ হতে চাই। এটি হবে আমার এক নাম্বার চয়েজ।”
তবে এর সঙ্গে সঙ্গেই তিনি জানান, এ ব্যাপারে আসলে তার কোনো পছন্দ নেই। কিন্তু নিউইয়র্কে একজন ভালো কার্ডিনাল আছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, “দেখা যাক কি হয়।”
ট্রাম্প চাইলেও তিনি কখনো পোপ হতে পারবেন না। কারণ একে তো তিনি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম প্রেসিডেন্ট। তার ওপর তিনবার বিয়ে করেছেন। যে ব্যক্তি পোপ হিসেবে নির্বাচিত হন তিনি ব্যক্তিজীবনে অবিবাহিত থাকেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিউইয়র্কে তিমোথি ডোলান নামে একজন কার্ডিনাল আছে। কিন্তু পরবর্তী পোপের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তিনি নেই। তবে যুক্তরাষ্ট্র থেকে এ তালিকায় একজন মার্কিনি রয়েছেন। জোসেফ তোবিন নামে এক কার্ডিনাল নিউজার্সির আর্চবিশপের দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত কেউ পোপ হতে পারেননি।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর গত সপ্তাহে স্ত্রী ম্যালেনিয়াকে নিয়ে ভ্যাটিকান সিটিতে যান ট্রাম্প। সেখানে তার শেষকৃত্যে যোগ দেন তিনি।