প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই। বরং সবাই বলছেন, জুলাই-আগস্টে এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবগঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন বার বার বলেছে- আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না। দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য। বরং সবাই বলছেন, এত বড় খুন, এত হত্যাযজ্ঞ করেছে আওয়ামী লীগ। তারা জুলাই আগস্টে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না।
আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।
শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সেই উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে। কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।
প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমত পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। এবার জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়াও আরপিওতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে; জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবেন।
