
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকেই এসে বলে আওয়ামী লীগের লোকরা কি করবে? আওয়ামী লীগের লোকরা ভালোভাবে ভোট দেবে। তাদের পছন্দের যে প্রার্থী আছে তাকে ভোট দেবে। কারণ আওয়ামী লীগের লোকরাও সাড়ে ১৫ বছর ভোট দিতে পেরেছ কি? তারাও তো ভোট দিতে পারেনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিয়ে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ কি পারে সেটি নভেম্বর মাসে দেখেছি। তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো, তার আগে যখন হরতালে হলো । তারা কি পারে? তারা দু-একটা ককটেল মারতে পারে। কিছু গির্জায়, বাসে ককটেল মেরে আগুণ দিয়ে একজনকে মেরে ফেলেছে। এর বাইরে তারা একটি মিছিল ডাকতে পারে। কেউ যায়ও না তাদের মিছিলে। যারা ডলার বাইরে নিয়ে গেছে তারা কি এত বোকা, ডলার পাঠিয়ে আবার মিছিল করাবে। তারা জানে নেত্রী আর আসতেছে না, আস্তে করে সে ডলার অন্য খাতে ব্যয় করছে।
নির্বাচন সিকিউরিটির বিষয়ে তিনি বললেন, নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হচ্ছে। কোন জায়গার ভোট কেন্দ্রে কি হচ্ছে সেটা তাৎক্ষণিক দেখার জন্য কন্ট্রোল রুম সেটআপ করা হচ্ছে। তা ছাড়া, একটি অ্যাপও তৈরি করা হচ্ছে। এই ধরনের অ্যাপ দুর্গাপূজার সময় তৈরি হয়েছিল, এখন নির্বাচনের জন্য তৈরি হচ্ছে।
নির্বাচনের আন্তর্জাতিক চাপের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যারা বিদেশি বন্ধু রয়েছেন তারাও নির্বাচন নিয়ে মুখিয়ে আছেন। তারাও বলছেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার ভালো নির্বাচন করবে। নির্বাচন ভালো করার জন্য যে ধরনের সাপোর্ট লাগবে সেটি তারা দেবেন।
নির্বাচন নিয়ে সংশয়ের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনে সংশয়ের কথা আসছে ইউটিউব থেকে, টিকটক থেকে। কিছু লোক আছে বেশি ভিউ কামানোর জন্য সংশয় তৈরি করছে। নির্বাচন খুব ভালোভাবে হবে, করো সাধ্য নাই এই নির্বাচনকে ডিস্টার্ব করার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) উবায়দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত