লালমনিরহাট জেলার কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থী আহসান হাবিব (১৮) মানুষের দেহের গঠনের সঙ্গে মিল রেখে একটি রোবট তৈরি করেছে। রোবটটির নাম দেওয়া হয়েছে ‘চিট্টি’। ইউটিউবের ভিডিও দেখে সাত মাসের প্রচেষ্টায় রোবটটি বানাতে সক্ষম হয়েছেন আহসান হাবিব। এতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। রোবটটি এখন চার ভোল্টেজ ব্যাটারিতে চলছে। ১২ ভোল্টেজ ব্যাটারি লাগালে এটি আরও দ্রুত কাজ করতে পারবে বলে জানান নির্মাতা আহসান হাবিব।
চলতি সপ্তাহেই রোবটটি হোটেলে ডেলিভারি করা হবে বলে জানিয়েছেন হাবিব। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যে কোনো প্রশ্নের সাবলীল উত্তর দিতে পারে ভয়েস কন্ট্রোলড রোবট চিট্টি। হালকা কাজ করতে সক্ষম চিট্টি মানুষের ছবি ও কথা রেকর্ড রাখতে পারাসহ করমর্দন ও অঙ্গভঙ্গি করতে পারে।
তুষভান্ডার ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মিজানুর রহমান বলেন, রোবট বানানোর শুরু থেকেই উৎসাহ দিয়ে ও অর্থনৈতিকভাবে আমরা তাকে সহযোগিতা করেছি। হাবিবের রোবটটি পূর্ণাঙ্গ হলে আমার দোকানে হোটেল বয় হিসেবে কাজ করানো হবে।’
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আহসান হাবিব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নতুন কিছু আবিষ্কার করবেন। কিন্তু দরিদ্রতাকে ডিঙিয়ে ভালো কিছু করা সম্ভব হচ্ছিল না।
২০১৭ সালে একটি সুযোগ আসে। আহসান হাবিব তুষভান্ডার আর এমএমপি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ার সুবাদে সে স্কুলের ফান্ডের টাকায় বিজ্ঞান মেলায় একটি রোবট বানানোর সুযোগ পান। তিনি লালমনিরহাট জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান বলেন, ‘রোবট তৈরির বিষয়টি জেনেছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে তরুণ উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে। খোঁজখবর নিয়ে ওই তরুণ উদ্যোক্তাকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।’
এএপি/এসই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত