
গতকাল ১৮/০৯/২০২২ খ্রিঃ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় পুলিশ সুপার জনাব কানাই লাল সরকার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা অত্র ইউনিটে বরাদ্দকৃত যানবাহন সমূহ পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার মহোদয় যানবাহন শাখায় কর্মরত সদস্যদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি আই পি-৬ খুলনার পুলিশ লাইন্সে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করেন। তিনি উক্ত বক্সে পুলিশ সদস্যদের যেকোন সমস্যা ও পরামর্শ থাকলে লিখিত আকারে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় অত্র ইউনিটের সহকারী পুলিশ সুপার জনাব সাইকুল আহমেদ ভূঁইয়া সহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।