
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ‘ট্রাস্ট সী ফুড ইন্ডাস্ট্রিজ লিঃ’ হতে মাছ চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র ফ্যাক্টরীর ম্যানেজার জনাব মোঃ আমিনুল হক বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ০২ (দুই) জনকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। যাহা বটিয়াঘাটার থানার মামলা নাম্বার ০২/১৩০, তারিখ-০১/১০/২০২২ খ্রিঃ, ধারা-৩৮১ পেনাল কোড-১৮৬০। আই.পি-৬, খুলনা অত্র ইউনিটের আওতাধীন শিল্পএলাকার শিল্প সংক্রান্ত সকল মামলা তদন্ত করে থাকেন। এর’ই ধারাবাহিকতায় পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ আবু রায়হান নূর উক্ত মামলার তদন্তভার গ্রহণ করতঃ তদন্ত কার্যক্রম শুরু করেন। উক্ত মামলার ০১ নম্বর আসামী রবিউল ইসলাম (৩৪), পিতা- মোহাম্মদআলী শেখ, মাতা- নাহার বেগম, গ্রাম- বাগমারা, থানা- রূপসা, জেলা- খুলনাকে আইপি-৬, খুলনার অফিসার ফোর্স মিল কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর পলাতক আসামী মোঃ শাহীন আকুঞ্জি (৩৯), পিতা- মৃত শাহাজান আকুঞ্জি, মাতা- কুলসুম বেগম, সাং- গৌরম্বা, থানা- রামপাল, জেলা- বাগেরহাট কে গ্রেফতার করার আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।